
অনলাইন ডেস্ক : দেবের দু'পাশে রয়েছেন তার প্রাক্তন ও বর্তমান। এক পাশে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। অন্যদিকে রুক্মিণী মৈত্র। দু'জনের কোমর জড়িয়ে রয়েছেন নায়ক। তিনজনের মুখেই হাসি। দুই নায়িকার পরনে জামদানি শাড়ি। শুভশ্রী পরেছেন সাদা রঙা এবং রুক্মিণীর পরনে লাল রঙা জামদানি। দেব পরেছেন নীল রঙের শার্ট। ভাবছেন কীভাবে সম্ভব হলো? এমনই একটি ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই হতবাক হচ্ছেন। কমেন্ট বক্স ভরছে নানা রকম ইতিবাচক-নেতিবাচক মন্তব্যে। আবার কেউ আবদার করেছেন, একসঙ্গে তিনজনের ছবিতে অভিনয় দেখতে চান। আসলে 'ধূমকেতু'-র শুভ মহরতের দিন এভাবেই লেন্সবন্দি হয়েছিলেন তিন চর্চিত তারকা। বহু বছর পর ফের প্রকাশ্যে এসেছে ছবিটি। বিনোদন জগতে কত সম্পর্ক ভাঙে-গড়ে। ঠিক সেরকমই এক জনপ্রিয় জুটি ছিল দেব-শুভশ্রী। দু'জনের অনুরাগীর সংখ্যাও কম ছিল না। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই তারকা...
Developed by BDITHOST