
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদকে হত্যার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি ছয়মাস আগেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। তবে তার পরেও দুজনের স্বজনেরা ফাঁসি স্থগিত চেয়ে হাইকোর্টে গত ৭ মে ফের রিট আবেদন করেন। এ আবেদন অবশ্য খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ দুই আসামি হলেন- ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম। তারা এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন। আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দিন অধ্যাপক ড. তাহেরের ছাত্র ছিলেন। পরে বিভাগের সহকর্মী হন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বুধবার (১৭ মে) সকালে জানান, প্রায় ছয়মাস আগে দুই আসামির ডেথ রেফারেন্স বহাল হলে কারাবিধি অনুযায়ী তাদের কাছে প্রাণভিক্ষার আবেদনের...
Developed by BDITHOST