
স্টাফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি শুরু হয়। রাজশাহীর বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা বক্তব্য রাখেন। অধ্যক্ষ বিপ্লব বলেন, “শিক্ষার্থীদের শারীরিক চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সঙ্গীত সহকারী শিক্ষকের পদ দ্রুত পুনর্বহাল করতে হবে।” তিনি আরও বলেন, প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত তারা কিছুদিন অপেক্ষা করবেন। এর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করা হবে। অধ্যক্ষ বিপ্লব সতর্ক করে বলেন, যদি পদগুলো দ্রুত পুনর্বহাল না করা...
Developed by BDITHOST