
অনলাইন ডেস্ক : দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (৮ নভেম্বর) থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল ৯টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদে’র ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সকাল থেকেই হাজার হাজার শিক্ষক শহীদ মিনারে জড়ো হয়েছেন। দিন শেষে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু শিক্ষককে বাধা দেওয়া হয়েছে এবং ফোনে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও...
Developed by BDITHOST