স্টাফ রিপোর্টার: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি), ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট (ইউএনডিপি) ও ওয়াল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এর প্রতিনিধিবৃন্দ। মঙ্গলবার দুপুরে নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ডিএফএটি এর প্রধান কেট স্যাংস্টারকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। মতবিনিময় সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য জানেন প্রতিনিধি দল। মতবিনিময়কালে তারা রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন। রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতাকে ম্যাজিক বলে আখ্যায়িত করে এটি কীভাবে করা সম্ভব হলে তা মেয়রের নিকট বিস্তারিত জানেন। এ সময় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রকল্পটির মাধ্যমে...
Developed by BDITHOST