
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) সেজে রাজশাহী সিটি নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীকে ফেল করানোর ভয় দেখানো প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম গিয়াস উদ্দিন। তিনি কক্সবাজারের মহেশখালী থানার পুটিবিলা গ্রামের বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আরএমপি কমিশনার আনিসুর রহমান তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, গত ৮ জুন গিয়াস উদ্দিন নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী ও আসন্ন রাজশাহী সিটি নির্বাচনের প্রার্থী আরমান আলীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। তিনি নিজেকে ইসি ব্রিগেডিয়ার (অব.) মো. আহসান হাবিব খান বলে পরিচয় দেন। গিয়াস উদ্দিনের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ একাউন্টে ইসি আহসান হাবিবের ছবিও ব্যবহার করা ছিল। তিনি কাউন্সিলর প্রার্থী আরমান আলীর সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেন।...
Developed by BDITHOST