স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। এই ভোট প্রদানই এষার প্রথম ভোট দেয়া। তিনি বলেন, নিরাপত্তাসহ সব বিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের কার্যক্রম ঠিকঠাক আছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত প্রশাসন যেন এভাবে অনড় ও সজাগ থাকে।
এষা মন্তব্য করেন, যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হলে প্রশাসন এবং শিক্ষার্থীরা মিলে সেটি প্রতিহত করবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এষা বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের শিক্ষার্থী।
জাহিন বিশ্বাস এষা বলেন, ‘জীবনের প্রথম ভোট দিয়েছি আজকে। বলতে গেলে আমাদের সকলেরই আজকে জীবনের প্রথম ভোট প্রদান করা। উৎসবমুখর পরিবেশে ব্যাপারটা উপভোগ করছি। কীভাবে ভোট দিতে হবে সেই নির্দেশনা যদিও আগে পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভেতরে যারা ছিলেন আমাদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। নিখুঁতভাবে ভোট প্রদান করার যে কর্মসূচিটা সেটি কিন্তু আমরা করছি এবং আমরা আশা রাখছি, এভাবেই সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা বজায় রেখেই আমরা ভোট প্রদান করতে পারব শেষ পর্যন্ত।’