
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া দুজনেই আছেন চর্চায়। একজন আছেন বলিউড নিয়ে বোমা ফাটিয়ে আরেকজন ব্যক্তিজীবনে প্রেমের সম্পর্কে জড়িয়ে। চাচাতো বোনের প্রেম-বিয়ের গুঞ্জনের মধ্যেই প্রিয়াঙ্কার এবারের ভারত আগমন, দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। তবে কি বলিউডে আবারও বাজতে চলেছে বিয়ের সানাই? বলিউড এখন অনেকটাই অতীত প্রিয়াঙ্কার কাছে। হলিউড ঘিরেই তার সকল ধ্যান জ্ঞান। অবশ্য সফলও হচ্ছেন সেখানে। তাই তো তার নামের পাশে শোভা পায় ‘ইন্টারন্যাশনাল আইকন’ বিশেষণ। শুক্রবার প্রথমবার স্বামী নিক জোনাস, মেয়ে মালতীকে নিয়ে মুম্বাইয়ে পা রাখলেন পিগি চপস। হঠাৎ কেন সপরিবারে প্রিয়াঙ্কার এই স্বদেশ ভ্রমণ? তবে কি সত্যি হতে যাচ্ছে, পরিণীতি-রাঘবের বিয়ের গুঞ্জন? এমনটাই জিজ্ঞাসা নেটিজেনদের। যদিও প্রিয়াঙ্কার এবারের সফরের কারণ এখনো জানা যায়নি। এদিন মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে স্বামী নিক ও মেয়ে মালতী...
Developed by BDITHOST