লালপুর (নাটোর) প্রতিনিধি: প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের এক নারী কর্মচারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে অন্তরঙ্গ মুহুর্তে ধারণ করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শফিউদৌলা নামে এক সিআইসিকে (মিলের ইক্ষু ক্রয় কেন্দ্রের ইনচার্জ) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউদৌলা ওই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
জানা গেছে, নর্থ বেঙ্গল সুগার মিলে এক সাথে চাকুরির সুবাদে লাভলী নামের এক নারী কর্মচারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শফিউদৌলার। উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে থাকতেন শফিউদৌলা। ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে ওই বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখেন। ওই নারী বিষয়টি জানতে পারলে শফিউদৌলা ভুল স্বীকার করে নিজেদের মধ্যে বিষয়টি মিমাংসা করে নেন।
এরপর গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করা হয়। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে ময়না মনি নামে ফেসবুক আইডি থেকে অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওটি নজরে এলে ভুক্তভোগী নারী শুক্রবার লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, এ ঘটনায় লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। রাতেই অভিযান চালিয়ে শফিউদৌলা গ্রেপ্তার করা হয়েছে।