
কামাল বারি মা গো তোর পাশে আছি— আমি তো ছিলাম বাহান্নয়;তোকে নিয়ে এই আমি— মা গো তোকে নিয়ে বিশ্বময়! মা গো তোর কোলে শিখি আমি প্রেমের প্রথম বর্ণ…;পৃথিবীর দিকে দিকে মা গো জেগে আছি এই আমি—মা গো তোর সুকোমল হৃদয়-কুসুমে— রক্ত বীজে;অই প্রিয়মুখ মা গো— ভায়ের রক্তের লাল ঘ্রাণ;আহা, অই মুখে ফুটে আছে আরাধ্য স্বদেশভূমি!যে অধিকারে তাহারে আমরা জাগাই ঘন চুমি; অপার শ্রদ্ধার এই মাটি— বাঙলার মাতৃঘ্রাণ…।বিশ্ব মাকে দেখি মা গো তোমার বর্ণমালার প্রাণ;চেতনার বীজ বুনে রেখেছি— জাগিয়ে রেখেছি `মা';তোমায় ছেড়ে মা আমি কখনও কোথাও যাবো না।
Developed by BDITHOST