নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:২৪। ৩১ জুলাই, ২০২৫।

ফরিদপুরে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু

অক্টোবর ২২, ২০২৩ ২:০৬
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮০ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৮ জন।

আরও পড়ুনঃ  জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেঙ্গুতে মৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার রতনদিয়া এলাকার উজ্জ্বলের স্ত্রী সুখি রানী(৪০) ও সালথা উপজেলার গট্টি এলাকার জব্বার মুন্সীর স্ত্রী হাসিনা বেগম(৬৫)।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৮০ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৬১৪ জন। এর মধ্যে ১৭ হাজার ৮৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুনঃ  রাবিতে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের পুরস্কার প্রদান

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে ডেঙ্গুতে প্রায় প্রতিদিনই মৃত্যু ঘটছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই সেবা দিতে চেষ্টা করে যাচ্ছি। তুলনামূলকভাবে শহরের বাইরের রোগীর মৃত্যুহার বেশি। কারণ তারা প্রথমে এটিকে সাধারণ জ্বর হিসেবে অবহেলা করে অনেক দেরিতে হাসপাতালে আসেন। জটিলতা বেড়ে যাওয়ার ফলে তাদের বাঁচানো কঠিন হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।