
অনলাইন ডেস্ক : ফরিদপুরে নতুন করে আরও ৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬২০ জনে। ফরিদপুরে নতুন করে যে ৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩০, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৪, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে ফরিদপুরে যে ৬২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এর মধ্যে ৪৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ...
Developed by BDITHOST