নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৮:৫৬। ১ সেপ্টেম্বর, ২০২৫।

ফাইনাল হেরে কোচের মুখে থুতু সুয়ারেজের

সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:৫২
Link Copied!

অনলাইন ডেস্ক : ফুটবল ম্যাচে শক্তি প্রদর্শনী ইন্টার মায়ামি ও সিয়াটেল সাউন্ডার্সের ফুটবলারদের। খেলা শেষে হাতাহাতিতে জড়ালেন তারা। সেই হাতাহাতি চলল দীর্ঘক্ষণ। তার মাঝেই আবার বিতর্কে জড়ালেন লুই সুয়ারেজ। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ফাইনালে হারের পর প্রতিপক্ষ কোচের মুখে খুতু ছিটালেন তিনি।

লিগস কাপের ফাইনালে বেশিরভাগ বিশেষজ্ঞ এগিয়ে রেখেছিলেন মায়ামিকে। লিওনেল মেসি, সুয়ারেজের আক্রমণ সিয়াটল সামলাতে পারবে না বলে মনে করেছিলেন তারা। কিন্তু হয়েছে তার উল্টোটা। গোটা ম্যাচে মেসিকে খেলতেই দিলেন না সিয়াটলের ফুটবলাররা। সুয়ারেজ চেষ্টা করলেও গোল করতে পারেননি। ০-৩ গোলে হারতে হয় মায়ামিকে।

আরও পড়ুনঃ  কমালা হ্যারিসের রাষ্ট্রীয় নিরাপত্তা বাতিল করলেন ট্রাম্প

খেলা শেষে উল্লাস করছিলেন সিয়াটলের ২০ বছর বয়সী মিডফিল্ডার ওবেদ ভারগাস। তাঁকে গিয়ে ধাক্কা মারেন সুয়ারেজ। তার গলা চেপে ধরেন। তারপরই শুরু হয় হাতাহাতি। দুই দলের ফুটবলাররা একে অপরকে লক্ষ্য করে ঘুষিও চালান। মাঠের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

বেশ কিছুক্ষণ পর দু’দলের ফুটবলারদের আলাদা করা হয়। তারপর সিয়াটলের কোচের সামনে গিয়ে তার মুখে থুতু ছেটান সুয়ারেজ। পাশেই এক নিরাপত্তারক্ষী ছিলেন। তিনি সুয়ারেজকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সুয়ারেজ যা করেছেন তার জন্য বড় শাস্তি হতে পারে তার।

আরও পড়ুনঃ  প্রিন্সেস ডায়ানার ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ

২০১৪ সালের বিশ্বকাপের ম্যাচে চিয়েলিনিকে কামড়ে লাল কার্ড দেখেছিলেন সুয়ারেজ। নির্বাসিতও হয়েছিলেন তিনি। সেই ঘটনা ফুটবলেপ্রেমীদের স্মৃতিতে রয়ে গিয়েছে। আরও একবার নিজের কাজে বিতর্ক তৈরি করলেন সুয়ারেজ। তার বিরুদ্ধে সিয়াটল কোনও অভিযোগ করেছে কি না তা এখনও জানা যায়নি। তবে যেভাবে সুয়ারেজের ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে আয়োজকরা চাইলে তার বিপক্ষে পদক্ষেপ নিতে পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।