
অনলাইন ডেস্ক : শুটিং শেষ। ক্লান্ত-পরিশ্রান্ত। শরীরে আর কোনো শক্তি নেই। তবু একটি কাজ থেকে কখনোই মুখ ফেরান না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মা। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেত্রীদের অভ্যাসের কথা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ পাহওয়া। তারা তাদের ‘ফিটনেস’ নিয়ে এতটাই সচেতন যে, কোনো সময় ভোররাতে শুটিং শেষ হলে বিশ্রাম নেওয়ার বদলে তারা সোজা চলে যান ব্যায়ামাগারে। মনোজ জানান, বেশিরভাগ নায়ক-নায়িকারাই শরীরচর্চাকে সবকিছুর আগে গুরুত্ব দেন। কিন্তু প্রিয়াঙ্কা ও আনুশকা যা করেছেন, সেটা বিরল। অভিনেতা বলেন, ‘তারা এমনিতেই কড়া ডায়েট মেনে চলেন। একবার একটা সিনেমার শুটিংয়ের সময় দেখেছি, ভোর ৪টা অথবা ৫টার সময়ে শুটিং শেষ করে আমরা ঘুমিয়ে পড়তাম। কিন্তু তারা সোজা জিমে চলে যেতেন। টানা দুঘণ্টা শরীরচর্চা করে ফিরে এসে ঘুমোতেন। সত্যিই কঠোর পরিশ্রম করেন আনুশকা ও...
Developed by BDITHOST