
অনলাইন ডেস্ক : ফিলিপাইন উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন ফাং ওং। এটি আজ রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা বা রাতে প্রচণ্ড শক্তি নিয়ে তাণ্ডব চালাবে। শক্তিশালী এ সামুদ্রিক ঝড়টির প্রভাবে এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। টাইফুনটি আঘাত হানবে দেশটির উত্তরাঞ্চলের লুজনে। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে বিকোল অঞ্চলের বড় অংশ এবং লুজন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটির বিশাল মেঘপুঞ্জ ইতিমধ্যে লুজনের বড় অংশে আছড়ে পড়েছে। সেসব এলাকায় ১৮৫ কিলোমিটার ঘণ্টা এবং ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইছে। যারপ্রভাবে ওই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতও হচ্ছে। ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ হলো লুজন। সেখানকার অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। লুজনে টাইফুনের সর্বোচ্চ সতর্কতা এবং মেট্রো ম্যানিলা এবং আশপাশের অঞ্চলগুলোতে লেভেল-৩ সতর্কতা দেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ...
Developed by BDITHOST