
অনলাইন ডেস্ক : ফিলিপাইনের সেবু প্রদেশে ঘূর্ণিঝড় কালমায়েগি’র তাণ্ডবে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রদেশের বিভিন্ন এলাকা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাণহানির খবর বৃদ্ধি পেয়েছে। একদিন আগে নজিরবিহীন বন্যার পানি প্রদেশের শহর ও আশপাশের এলাকা ঢেকে দিয়ে গাড়ি, বাড়ি এবং বিশাল জাহাজের কন্টেইনার ভাসিয়ে নিয়ে যায়। সেবু প্রদেশের সরকারি মুখপাত্র রোন রামোস জানান, প্রাদেশিক রাজধানী সেবু সিটি-র মেট্রো এলাকার অংশ লিলোয়ান শহরের প্লাবিত এলাকা থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে। নেগ্রোস দ্বীপে টানা বৃষ্টিপাতে কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। ক্যানলাওন শহরে বাড়িঘর মাটিচাপা পড়ে গেছে। পুলিশ জানিয়েছে, আগ্নেয়গিরির আগের আবর্জনের কারণে ক্ষয়ক্ষতি আরও বাড়েছে। দুর্যোগের সময় ত্রাণ অভিযান চালাতে গিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে...
Developed by BDITHOST