নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১০:০৭। ৯ মে, ২০২৫।

ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৬

আগস্ট ৩১, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাসস্থান ও গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে ম্যানিলার ওই ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। ভবনটির কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া টি-শার্টের প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত কর্মীরাও ভবনটিতে বসবাস করতেন।

দেশটির অগ্নি-সুরক্ষা ব্যুরোর মুখপাত্র ডগলাস গুইয়াব ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, আগুন লাগা ভবনের দুই তলা থেকে লাফিয়ে পড়া তিন ব্যক্তি বেঁচে গেছেন।

ভবন, বাসস্থান এবং অফিসে অগ্নিনিরাপত্তা বিধি প্রয়োগের ক্ষেত্রে ফিলিপাইনে নজিরবিহীন রেকর্ড রয়েছে। তারপরও দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হন। গত মে মাসে দেশটির রাজধানী ম্যানিলার ঐতিহাসিক পোস্ট অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।