নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:১৬। ১২ অক্টোবর, ২০২৫।

ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় সুনামির আশঙ্কা কেটেছে, সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র

অক্টোবর ১০, ২০২৫ ৫:৩৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার যে সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটেছে। ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করেছিল যে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ ফিলিপাইনের উপকূলে আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়ের উপকূলগুলোতে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যেতে পারে বলেও আশঙ্কা করেছিল তারা।

আরও পড়ুনঃ  সোহেল হত্যা মামলার আসামী আটক

এই সতর্কতা জারির ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য ইন্দোনেশিয়ার আর্থকোয়েক অ্যান্ড সুনামি সেন্টারের প্রধান জানান, দেশটির জলসীমায় ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত উঁচু সুনামি রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

তিনি বলেন, যে ঢেউগুলো ০.৫ মিটার উচ্চতায় পৌঁছায়, সেগুলোকে আমরা ‘মাইনর সুনামি’ বলে থাকি।

ইন্দোনেশিয়ার সিসমোলজি এজেন্সির তথ্য অনুযায়ী, উত্তর সুলাওয়েসির তালাউদ দ্বীপপুঞ্জে ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে।

বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র :
এদিকে শক্তিশালী এই ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সব তথ্য এখনও সামনে আসেনি। তবে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  রাজশাহী রেলভবনে দুদকের অভিযান

ফিলিপাইনের ব্যুরো অব ফায়ার প্রোটেকশন ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের কারণে দাভাও ওরিয়েন্টাল প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং ইন্টারনেট সংযোগ ধীরগতিতে কাজ করছে।

সংস্থাটি আরও জানিয়েছে, জরুরি কর্মীরা উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন এবং ভবনগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

সূত্র : বিবিসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।