নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৪:৪৩। ২৯ জুলাই, ২০২৫।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব

জুলাই ২৯, ২০২৫ ৬:৩৯
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ‘জরুরি, সুনির্দিষ্ট, অপরিবর্তনীয় পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, গাজার পরিস্থিতি ফিলিস্তিনিদের আরও গভীর হতাশার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পুরস্কার নয়, এটি তাদের একটি অধিকার। আর রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি সারা বিশ্বের চরমপন্থিদের জন্য একটি উপহার হবে।

আরও পড়ুনঃ  বাগমারায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সোমবার (২৮ জুলাই) শান্তিপূর্ণ সমাধানের ওপর জাতিসংঘের একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, সময় ফুরিয়ে আসছে। প্রতিটা দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস কমে যাচ্ছে, প্রতিষ্ঠান দুর্বল হচ্ছে এবং আশা বিলীন হচ্ছে। গুতেরেস গাজার গভীরতর সংকটের নিন্দা জানিয়ে বলেন, এটি বিপর্যয়ের এক ধারায় নেমে এসেছে।

আরও পড়ুনঃ  স্কুলছাত্রীর আত্মহত্যা, বাবা-সৎমায়ের বিরুদ্ধে মামলা

জীবন রক্ষাকারী মানবিক সহায়তার ওপর আরোপিত বিধিনিষেধ কমানোর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই দুঃস্বপ্ন শেষ করার জন্য এটি সমাধানের ধারে কাছেও নয়। আমাদের একটি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং পূর্ণ ও অবাধ মানবিক সহায়তা প্রবেশাধিকার প্রয়োজন। এগুলো শান্তির পূর্বশর্ত নয়। এগুলোই শান্তির ভিত্তি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।