
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে দাঁড়ানোর কারণে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের জয়ে আর কোন বাঁধাই থাকল না। তাঁর জয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। রাজশাহীর ভোটাররা এমনই মনে করছেন। দলীয় নেতারাই বলছেন, ‘আওয়ামী লীগ বিরোধী’ হিসেবে ভোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুরশিদ আলমই একটু ভোট পেতেন। মুরশিদ আলম অপরিচিত হলেও তাঁকেই ধরা হচ্ছিল লিটনের মূল প্রতিদ্বন্দ্বী। লিটনও একাধিক সভা-সমাবেশে ঘুরেফিরে হাতপাখার বিষয়েই সতর্ক থাকার কথা বলছিলেন। অন্য দুই প্রার্থীর কারও সম্পর্কে কোন কথা বলেননি লিটন। এখন হাতপাখা নির্বাচনে না থাকায় ফাঁকা মাঠেই গোল দিতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লিটন। তাই ফুরফুরে মেজাজে তিনি। এ বিষয়ে জানতে চাইলে লিটন বলেন, ‘আশা করেছিলাম বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণে ভোট হবে।...
Developed by BDITHOST