
অনলাইন ডেস্ক : মিস ইউনিভার্স প্রতিযোগিতার ভোটিং প্রক্রিয়া নিয়ে বড় ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ভোটের সময়সীমা বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশের সাধারণ দর্শকরা। আয়োজকদের এমন সিদ্ধান্তে প্রতিযোগিতার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নিয়ম অনুযায়ী গত বুধবার রাতেই দর্শকদের ভোট দেওয়ার সুযোগ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ এবং মিস ইউনিভার্স অ্যাপের তথ্য অনুযায়ী, হঠাৎ করেই ‘পিপলস চয়েস’ রাউন্ডের ভোটের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পিপলস চয়েস এক্সটেন্ড’ অপশনে গিয়ে ভোট দেওয়া যাবে। এছাড়াও অন্যান্য বিভাগে যেমন- ‘ন্যাশনাল কস্টিউম’ এবং ‘ইভিনিং গাউন’—এই দুটি বিভাগে আগামী ২১ তারিখ রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া যাবে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া...
Developed by BDITHOST