
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে রিমান্ড শুনানি এ আদেশ দেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. মহিদুর রহমান। রিমান্ডের জন্য চাঁদকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পুলিশের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চাঁদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। এই মামলায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের আইনজীবী শামসাদ বেগম মিতালী। তিনি জানান, গ্রেপ্তারের পর কয়েকদফা রিমান্ডে থাকায় চাঁদ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তাকে রিমান্ডে যেন না নেওয়া হয়, সেজন্য আমরা আবেদন জানিয়েছিলাম। তবে শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার...
Developed by BDITHOST