নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ১১:২৯। ১২ জুলাই, ২০২৫।

ফেসবুকে ভাইরাল ‘এনসিপি’র মঞ্চে আ’লীগ নেতা’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাই ১০, ২০২৫ ৯:৫৫
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জুলাই পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত পথসভার মঞ্চে ব্যবস্থাপনার দায়িত্বে ব্যস্ত থাকতে দেখা যায় মামুন চৌধুরী নামের এক নেতাকে। তিনি ওই মঞ্চে বক্তব্যও প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র আহ্বায়ক নাহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পথসভা শেষ হওয়ার পর উপস্থিত ওই নেতাকে আওয়ামীলীগের নেতা উল্লেখ করে ফেসবুকে কয়েকটি পোস্ট বেশ ভাইরাল হয়। বিভিন্ন মানুষ এই নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেন। ভাইরাল ওই প্রচার আদৌ সঠিক নয় এবং বিভান্তিকর বলে উল্লেখ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এনসিপি নেতা মামুন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়াস্থ ইউনিটি প্রেসক্লাবে এনসিপি’র অঙ্গ সংগঠন শ্রমিক উইং এর সাংগঠনিক সম্পাদক ও জেলা সহ-সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) মামুন চৌধুরী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আরও পড়ুনঃ  দুনিয়া কাঁপানো ‘ভাইরাল নাচ’ নিয়ে কথা বলল সেই বালক

সংবাদ সম্মেলনে এনসিপি নেতা মামুন চৌধুরী বলেন, আমি ১৮ বছর দেশের বাইরে কাটিয়েছি। করোনা পরবর্তী বৈশ্বিক সংকটের সময় দেশে ফিরে এসেছি এবং চৌধুরী প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেছি। আমার পরিবারের অনেকেই আওয়ামীলীগের নেতা-কর্মী ছিলো এটা ঠিক। কিন্তু আমি কখনোই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। রংপুর মেডিকেল কলেজে পড়ুয়া আমার মেয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছে। আমার ছেলে ঢাকাতেও অংশ নিয়েছে। আমিও স্পষ্টভাবে ছাত্রদের পক্ষ নিয়েছিলাম। আমি আওয়ামীলীগ করতাম এমন প্রমাণ কেউই দিতে পারবে না। আমাকে নিয়ে এই মিথ্যাচার একধরণের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। আমার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে এলাকার বিশেষ এক দালাল গোষ্ঠী অবৈধ সুবিধা থেকে বঞ্চিত হবে এমন আশঙ্কায় তারা এই অপপ্রচার চালিয়েছে। আমি এর প্রতিবাদ করে সকলকে জানিয়ে দিতে চাই, আমি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, বারবার হুমকি ও অপমানের মুখোমুখি হয়েছি —তবুও মাথা নত করিনি, করবোও না ইনশাআল্লাহ্। আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি বলেই নতুন প্রজম্মের স্বচ্ছ ও সময়ের বলিষ্ঠ রাজনৈতিক দল এনসিপি’র সাথে যুক্ত হয়েছি। ইনকিলাব জিন্দাবাদ।

আরও পড়ুনঃ  ডিসি-এসপিদের সতর্ক বার্তা দিলেন হাসনাত

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র স্থানীয় নেতা এ্যাড. আব্দুর রশিদ ও মতিবুর রহমান।

উল্লেখ্য, গত ৮ জুলাই উপজেলার বনপাড়া বাইপাসে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি’র পথসভা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।