
মীর তোফায়েল হোসেন (রাজশাহী) : অদম্য ইচ্ছা শক্তি দিয়ে জীবনযুদ্ধে জয়ী টগবগে তরুণ খাইরুল ইসলাম জনি। দারিদ্রকে পিছনে ফেলে তিনি এখন সফল উদ্যোক্তা। দারিদ্রের কষাঘাতে শৈশব থেকে বেড়ে ওঠা এই তরুণ এখন জনপ্রিয় ফ্রিল্যান্সার। স্বল্প আয়ের পরিবারে টানাটানির সংসারে অনাহারে অর্ধাহারে কেটেছে বেশিরভাগ সময়। এর মধ্যেই এমবিএ পাশ করেছেন তিনি। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবেন, দেশ ও জাতির সেবা করবেন, কিন্তু তার সে স্বপ্ন পূরণ হয়নি। বেকারত্ব আর অভাব অনটনের মধ্যেই বাবা মায়ের ইচ্ছায় বিয়ে করেন তিনি, এরপর সন্তানের বাবা হয়ে অভাবটা যেন আরো বেড়ে বসে তার ওপর। চারিদিকে অন্ধকার দেখছিলেন তিনি, তখন কী করবেন ভেবে উঠতে পারছিলেন না। ইচ্ছে প্রদীপটা নিভু নিভু করছে । এর মধ্যে ’অনলাইনে ইউটিউব ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায়’ এরকম একটা ভিডিও চোখে পড়ে তার।...
Developed by BDITHOST