
স্টাফ রিপোর্টার: বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘বই থাকলে সভ্যতা থাকবে। আর বই না থাকলে সভ্যতাও থাকবে না।’ শনিবার বিকেলে রাজশাহীতে বই বিক্রেতা ও প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাতিঘর’ এর ষষ্ঠ আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বই হচ্ছে রুচি। মানুষের সভ্যতার সৃষ্টি করেছে বই। যদি বই থাকে, তো সভ্যতা থাকবে। আর যদি বই চলে যায়, তাহলে সভ্যতা চলে যাবে পৃথিবী থেকে। আবার সেই জন্তু-জানোয়ারের সাথে বসবাসের যুগ আসবে একদিন। বিশ^সাহিত্য কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের ১৫ হাজার স্কুলে এখন বুক রিডিং প্রোগ্রাম চলছে। আর তিনমাস পরে এটা ৩০ হাজার হবে। প্রত্যেকটা স্কুলে বুক রিডিং প্রোগ্রাম থাকবে। ভ্রাম্যমাণ লাইব্রেরীর চেষ্টা সারা বাংলাদেশে করেছি। তারপর ভ্রাম্যমাণ বইমেলা এবং সেটাকেও এখন আমরা বড় করব আরও। প্রত্যেক জায়গায়...
Developed by BDITHOST