
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বই মেলার শেষভাগে বেড়েছে বিক্রি। একই সঙ্গে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। তাই তুলনামূলক বই বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতবিার (৬ নভেম্বর) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠের বই মেলা প্রাঙ্গনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এই মেলা ৩১ অক্টোবর শুরু হলেও শেষ হবে আগামি শনিবার (৮ নভেম্বর)। শুক্রবার ও শনিবার ছুটির দিন থাকায় বেশি বই কেনা-বেচার আশা করছেন সংশ্লিষ্টরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বই মেলায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের ৮১টি স্বনামধন্য লেখক ও প্রকাশনীর বই বিক্রির স্টল রয়েছে। তবে মেলা শুরুর আগের দিন বৃষ্টিতে মাঠের বড় একটি অংশে কাঁদা-পানি রয়েছে। তবে দর্শনার্থীদের ভোগান্তি কমাতে মাঠের বিভিন্ন স্থানে ইট বিছিয়ে দেওয়া হয়। এতে কিছুটা স্বস্তি ফিরলেও...
Developed by BDITHOST