Logo
অক্টোবর ১২, ২০২৫, ৭:৪১ এ.এম || অক্টোবর ৯, ২০২৫

বক্স অফিসে কত আয় করল ‘তুলসী কুমারী’

Featured Imageঅনলাইন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত রোমান্টিক কমেডি 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে। শশাঙ্ক খৈতান পরিচালিত এবং ধর্ম প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সানিয়া মলহোত্রা এবং রোহিত সরফ। দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় ছবিটি শুরুতেই জনপ্রিয়তা পেলেও বক্স অফিসে এর গতি মন্থর হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি শেষ পর্যন্ত ৫০ কোটির ঘর পেরোতে পারবে না। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে 'সানি সংস্কারি কি তুলসী কুমারী' মাত্র ২.০৮ কোটি টাকা সংগ্রহ করেছে। এটিই এখন পর্যন্ত ছবিটির সর্বনিম্ন একদিনের আয়। এই সংগ্রহ নিয়ে সিনেমাটির মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৩৮.৫৮ কোটি টাকা। সপ্তাহান্তের পর সোমবার থেকেই ছবিটির আয় নিম্নমুখী হতে শুরু করে। বাজারে...

Read More..
Download News