নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১০:৫৪। ১৫ আগস্ট, ২০২৫।

বক্স অফিসে কত আয় করল ‘ধূমকেতু’

আগস্ট ১৫, ২০২৫ ৮:১৪
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেতা দেব অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আসে এবং দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

প্রথম দিনেই সিনেমাটি ২ কোটি ১০ লাখ আয় করে এক অনন্য রেকর্ড গড়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমা মুক্তির পর থেকেই দর্শক মহলে ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  পুতিন ইউক্রেন যুদ্ধ না থামালে ‘কঠোর পরিণতির’ হুমকি ট্রাম্পের

শুভশ্রী-দেব দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সাফল্যের খবরটি শেয়ার করেন। শুভশ্রী একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’

আরও পড়ুনঃ  প্রথম ১০ দিনেই ই-রিটার্ন দাখিল প্রায় ১ লাখ করদাতার

এই মন্তব্যে বোঝা যায়, টিম ‘ধূমকেতু’ দর্শকদের ভালোবাসা পেয়ে কতটা উচ্ছ্বসিত।শুধু অভিনেতা-অভিনেত্রীই নন, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা, আবেগ, অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’

আরও পড়ুনঃ  ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন

১৫, ১৬ এবং ১৭ আগস্ট টানা তিন দিন ছুটি থাকায় ‘ধূমকেতু’র বক্স অফিস কালেকশন আরও কয়েকগুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই লম্বা ছুটির কারণে দর্শকদের প্রেক্ষাগৃহে ভিড় আরও বাড়বে, যা সিনেমাটির সাফল্যের নতুন মাত্রা যোগ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।