নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ৮:১৬। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

বগুড়ায় রথযাত্রায় প্রাণ গেলো ৫ জনের, আহত ২০

জুলাই ৭, ২০২৪ ১০:১৪
Link Copied!

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শহরের সেউজগাড়ি জামতলা এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে রথযাত্রার গাড়ির উঁচু মাথা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
এ ঘটনার খবরে জেলা পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, অহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।