নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। বিকাল ৪:২৩। ৯ মে, ২০২৫।

বগুড়া জেলা সমিতি, রাজশাহী কর্তৃক ঈদ পুনর্মিলনী ২০২৫ উদ্‌যাপিত

এপ্রিল ২৬, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : গতকাল ২৫ এপ্রিল রাজশাহীর পোস্টাল একাডেমি প্রাঙ্গণে বগুড়া জেলা সমিতি, রাজশাহী-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ২০২৫ আয়োজন করা হয়। দিনব্যাপী প্রাণবন্ত এ আয়োজনে বগুড়া জেলার বাসিন্দা ও তাদের পরিবারবর্গ একত্রিত হয়ে র‌্যালি, খেলাধুলা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদের আনন্দ উদ্‌যাপন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, তিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: শামীম আহসান, অপারেশন ম্যানেজার, ব্রাক লার্নিং সেন্টার ও আহ্বায়ক মো: রাকিব বিশ্বাস, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম। তিনি বগুড়া জেলার জনগণের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপস্থিত থেকে অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ মিলনমেলায় ৫০০ জন বগুড়াবাসি অংশগ্রহণ করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।