
সংবাদ বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সোমবার (২৪ জুলাই) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে এবং কাদিরগঞ্জে শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন ডা. অর্ণা জামান। শ্রদ্ধা নিবেদনের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, তৃণমূল থেকে রাজনীতি করার ইচ্ছে ছিল। যেহেতু আমার দাদা...
Developed by BDITHOST