নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:১৬। ২৫ মে, ২০২৫।

বছরে ৫ লাখের বেশি রোগীর সেবা দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল

মে ২৪, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : গত বছর (২০২৪) পাঁচ লাখের বেশি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, এসব রোগীদের মধ্যে ৩ লাখ ৯৭ হাজার ৯ শত জনকে বহিঃবিভাগে এবং ৪৯ হাজার ২৭৮ জনকে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া ৬১ হাজার ৭৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে সেবা নিয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ

এক বছরে এই হাসপাতালে সর্বমোট ৫ হাজার ৭০১ টি অস্ত্রোপচার হয়েছে। এর মধ্যে বড় ধরনের অস্ত্রোপচার ছিলো ১ হাজার ১০১ টি। এসময়ে নরমাল ডেলিভারি হয়েছে ৩ হাজার ৫৬১ টি এবং সিজারিয়ান সেকশন অপারেশন হয়েছে ৭১৩ টি।

আরও পড়ুনঃ  সৌদি পৌঁছেছেন ৫৪ হাজার ৪৯৭ হজযাত্রী, হাসপাতালে ভর্তি ২৬

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, বর্তমানে হাসপাতালটি থেকে কেন্দ্রীয়ভাবে সরবরাহকৃত ১০৩ ধরনের ওষুধ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আরও ১০৩ ধরনের ওষুধ সরবরাহের মাধ্যমে রোগীদের প্রায় ৯৫ শতাংশ ওষুধের চাহিদা পূরণ করা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষণিক তিনটি এ্যাম্বুলেন্স সক্রিয় রয়েছে এবং অস্ত্রোপচারে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদির সরবরাহও রয়েছে পর্যাপ্ত পরিমাণে।

আরও পড়ুনঃ  গাজা দখলে নেয়ার চেষ্টায় ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি ইউরোপের

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা: মো. মাসুদ পারভেজ বলেন, সেবা প্রদানের দিক থেকে দেশের সকল সদর হাসপাতালের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল প্রথম স্থান অধিকার করেছে। হাসপাতালে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে যেকোনো অনভিপ্রেত সমস্যার সম্মুখীন হলে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করতে অনুরোধ জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।