
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের একটি গোরস্থান থেকে মাগুরা জেলার একটি ইটভাটার ম্যানেজার আব্দুল মজিদ মোল্লা (৬৩)এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাগুরা জেলা সদরের শেখপাড়া এলাকার মৃত লাল মামুদের ছেলে। সোমবার সকাল ৮টার দিকে বড়াইগ্রামের নগর ইউনিয়নের কয়েন গ্রামের ময়মনসিংহ পাড়া গোরস্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ওই গোরস্থানের ভিতর গেটের পাশে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই লাশের পাশে কিছু টাকাও পড়ে ছিলো। ধারণা করা হচ্ছে অন্য কোথাও লাশটি পড়ে ছিলো এবং আইনী জটিলতা থেকে দুরে থাকার জন্য কে বা কারা লাশটি এনে গোরস্থানে রেখে যায়। পরে লাশটির আঙ্গুলের ছাপ থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয়...
Developed by BDITHOST