নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:১৬। ২ জুলাই, ২০২৫।

বড়াইগ্রামে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

মার্চ ৩১, ২০২৩ ৯:৫৪
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৬৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর একটি দল।

শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি রহিমের বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ওই ইয়াবা উদ্ধার ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ভবানীপুর ভাটোপাড়া গ্রামের সাগর আলীর ছেলে আব্দুল আলীম (৩৬) ও একই এলাকার আনছার আলীর ছেলে রুবেল হোসেন (৩৫)।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ঐতিহাসিক সান্তাল হুল দিবস উদযাপন

‍র‍্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ওই ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত ইয়াবা কেনা-বেচা করে আসছিলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।