বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ এর আওতায় কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস (মহাসভা) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস-এ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা। এতে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লুৎফুন নাহার, প্রধান আলোচক পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, বিশেষ আলোচক অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদি হাসান, সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা জানান, এই প্রকল্পের আওতায় সকল কৃষককে নিবন্ধনপূর্বক ডিজিটাল কৃষি কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে উপজেলায় ৩৫টি কৃষক পার্টনার স্কুল গ্রুপ তৈরি করা হয়েছে। এতে প্রতি স্কুল গ্রুপে ২৫জন করে কৃষক পার্টনার কংগ্রেস এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মাঠ পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত নির্ভেজাল কৃষি পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ও উত্তম কৃষি চর্চার উপর গুরুত্ব দেওয়া হয় এই পার্টনার কংগ্রেস-এ।