
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাসের চালকের ভুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই বাসের হেলপার ও সুপারভাইজার। আহত হয় কমপক্ষে ২০ যাত্রী। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের উপজেলার জোয়াড়ি খেজুরতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। কয়েকজন যাত্রী জানান, হেলপার ও সুপারভাইজার বাসের গেটে দাঁড়িয়ে ছিলো। হেলপার বারণ করার পরেও চালক বাসটি ওভারটেক করে এবং এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম আনোয়ারুল ইসলাম (২৮) ও সুপারভাইজারের নাম বেলাল হোসেন শুভ (২৬)। আনোয়ারুল চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও বেলাল ঢাকার গাবতলীর আবুল বাশারের ছেলে। ঝলমলিয়া হাইওয়ের থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্যামলী...
Developed by BDITHOST