নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:৪৮। ২৫ আগস্ট, ২০২৫।

বড়াইগ্রামে ছাত্রশিবির কর্র্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আগস্ট ২৪, ২০২৫ ৬:০৫
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলার কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছে। রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২২ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করে।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছাত্রশিবির বনপাড়া সাথী শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিম।

আরও পড়ুনঃ  আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সভাপতি বায়েজিদ বোস্তামী বাদলের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলামিন হোসেন আদিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, পৌর আমীর মহি উদ্দিন মীর, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি প্রমুখ । অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্যাকেজ তুলে দেন অতিথিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।