
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আহমেদপুর বাজারে নওপাড়া ও কায়েমকোলা গ্রামবাসীর মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ হলে কমপক্ষে ৫ জন আহত হয়। এর আগে দুপুরে নওপাড়া গ্রামে প্রথম দফা সংঘর্ষে আহত হয় কমপক্ষে ৫ জন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয় রাহেলা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার জোয়াড়ি ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুর রশিদের কাছ থেকে একই গ্রামের প্রফেসর শহিদুল ইসলাম ৭ শতক জমি কিনে। কিন্তু জমি মাপতে গিয়ে দেখে সেখানে ৫ শতক পরিমাণ জমি রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই জমি পুনরায় মাপ দেওয়ার জন্য উভয় পক্ষের...
Developed by BDITHOST