নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সন্ধ্যা ৬:২৯। ২৫ মে, ২০২৫।

বড়াইগ্রামে ভূমি মেলা শুরু

মে ২৫, ২০২৫ ১:৫১
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার সকল ভূমি অফিসে ভূমি মেলা শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

আরও পড়ুনঃ  ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কার্যালয় প্রাঙ্গণে ‘ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ-নকশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার হাবিবুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেবাগ্রহিতাগণ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ২২

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ প্রদান সহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।