
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গলায় ছুরি চালিয়ে ভ্যান চালককে হত্যার চেষ্টা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। এ সাময় তারা ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ি রামাগাড়ী সড়কের শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভ্যান চালকের নাম আবু তালেব (৪৫)। সে লালপুরের ওয়ালিয়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হয়। আহত ভ্যান চালকের স্ত্রী মাবিয়া বেগম জানান, তার স্বামী আবু তালেব রাত ৮টার দিকে ৪জন পুরুষ যাত্রী নিয়ে রামাগাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর যাত্রীবেশী ওই ৪ দুর্বৃত্ত ভ্যান চালক আবু তালেবের গলায় ধারালো ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে ও...
Developed by BDITHOST