
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণ ও শ্রদ্ধান্তে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর চত্বরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত শোক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি জুলফিকার মতিন। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, প্রধান বক্তা হিসেবে বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র বারেক সরদার, জাসদের জেলা সভাপতি মহিবুর রহমান, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল আজাদ দুলাল, নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ, খোকন মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন...
Developed by BDITHOST