
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আারাজী ভবানীপুর গ্রামে শ্বাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। শনিবার সকাল ১১টার দিকে শ্বাশুড়ি আছিয়া বেগম (৫০) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আছিয়া ওই গ্রামের নওশাদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ পুত্রবধূ জলি খাতুন (২৪) ও তার বোন পলি খাতুন (১৪)কে আটক করেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান, সকালে ঘুৃম থেকে উঠে নিহতের ছেলে শাহিন তার কর্মস্থল বনপাড়াতে চলে যায়। সকাল ১০টার দিকে পুত্রবধূ জলির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখতে পায় আছিয়া বেগম তার নিজ শোবার ঘরের বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। এ সময় নিহতের গলায় আচড় সহ দাগ দেখা যায়। পরে স্বজনরা পুত্রবধূ ও বেড়াতে আসা পুত্রবধূর ছোট বোনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও...
Developed by BDITHOST