নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৬:১০। ১৩ সেপ্টেম্বর, ২০২৫।

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের পারস্পারিক মতবিনিময় সভা

সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:০৬
Link Copied!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নাটোর জেলা নেতৃবৃন্দের সাথে বড়াইগ্রাম পৌর নেতৃবৃন্দের পারস্পারিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা হলরুমে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, বিশেষ আলোচক সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও রেজাউল করিম, জেলা সদস্য ফরহাদ কাজী এবং অন্যদের মধ্যে বড়াইগ্রাম পৌর যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, রমজান আলী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ  সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি - জেলা প্রশাসক

আগামীর বাংলাদেশ বিনির্মাণে ও পাশাপাশি জনকল্যাণে স্বেচ্ছাসেবক দলের ভুমিকা কি হবে তা নিয়ে বিশদ আলোচনা ও কর্ম পরিকল্পনা গ্রহণ করেন নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।