
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে বড়াল নদের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে বড়ালের নদের উৎসমুখের পাশে বন্ধুরা মিলে গোসল করতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুই বন্ধুর মধ্যে রিহান ইসলাম (১৭) উপজেলার থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে এবং মাহিদ হোসেন (১৭) একই এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। দুজনেই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ দিনের বেশিরভাগ সময়ই একসাথে থাকতেন। দুজনের বন্ধুত্ব দেখে অনেকেই মানিকজোড় বলে ডাকতেন। প্রতিদিনের মত সোমবারও তারা কয়েকজন বন্ধু গোসলের আগে নদীর পাড়ে ফুটবল খেলে বড়াল নদে গোসল করতে নেমেছিল। বড়াল নদ এখন পানি শুকিয়ে হাঁটু পানিতে পরিনত হলেও কিছু জায়গায় পানির গভীরতা অনেক বেশি।...
Developed by BDITHOST