অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপ আয়োজনের সময় পরিবর্তনের বিষয়ে ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, গ্রীষ্মে বিশ্বের অনেক জায়গায় খেলা আয়োজন কঠিন হয়ে পড়ে, তাই ভবিষ্যতে সময়সূচি পুনর্বিবেচনা করা হতে পারে।
ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের উদ্বোধনী অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, “কিছু জায়গায় গ্রীষ্মকালে খেলা সম্ভব নয়। তাই আমরা ক্যালেন্ডার পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছি।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ আয়োজন নিয়ে বৈঠকের পর ইনফান্তিনো আরও বলেন, “আমরা এখন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। কিছু ইউরোপীয় দেশে জুলাই মাসে খেলতে ভীষণ গরম পড়ে, তাই এ নিয়েও আমাদের ভাবা উচিত।” ফিফা সভাপতি বলেন, “সূচি আরও কার্যকরভাবে সাজানোর কিছু উপায় আছে, তবে আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। ”
২০২২ সালের কাতার বিশ্বকাপই ছিল প্রথম শীতকালীন বিশ্বকাপ, যেটি নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে গ্রীষ্মকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়ে যাওয়ার আশঙ্কায় সে সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। একই পরিস্থিতি দেখা দিতে পারে ২০৩৪ সালের সৌদি আরব বিশ্বকাপেও।
এ বিষয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইএফসির সভাপতি নাসের আল–খেলাইফি বলেন, “এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এখনই চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না। আমরা চাই, ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হোক। পরিবর্তন যদি ভালো কিছুর জন্য হয়, তবে ভয় পাওয়ার কিছু নেই।”
প্রসঙ্গত, প্রথমবারের মতো ৪৮টি দেশের অংশগ্রহণে আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের আসর। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এর সময় নির্ধারিত হয়েছে। তবে এখন চূড়ান্ত হয়নি ৪৮ দল। বাছাইয়ের খেলা শেষে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল
কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)
কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে
এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান (বাছাই খেলে আরও ২ দল উঠবে)
সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া (বাছাই খেলে আরও ৫ দল উঠবে)
ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড
উয়েফা (ইউরোপ) বাছাইপর্ব চলছে। সেখান থেকে সরাসরি উঠবে ১৬ দল।