
স্টাফ রিপোর্টার: বৃষ্টির ওপর ভরসা করেই আমন ধানের চাষ শুরু করেন বরেন্দ্র এলাকার কৃষকেরা। কিন্তু এ বছর বর্ষাকাল শেষ হতে চললেও বৃষ্টির তেমন দেখা নেই। ফলে আমন ধানের আবাদে নেমে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। বাধ্য হয়ে চাষিদের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ থেকে ভূগর্ভস্থ পানি নিয়ে আমন ধান বাঁচিয়ে রাখতে হচ্ছে। কিন্তু গভীর নলকূপ থেকেও সময়মতো পানি পাচ্ছেন না চাষিরা। দিনের পর দিন সেচের পানির জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর বর্ষার খরতাপে আমনের খেত ফেটে চৌচির হয়ে যাচ্ছে। চাষিরা বলছেন, আমন ধানের ফলন বোরোর চেয়ে অনেক কম। তাই বৃষ্টির পানিতে এ ধান চাষ করা হয় যেন উৎপাদন খরচ কম হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বৃষ্টি না হওয়ায় বাড়তি খরচ করে ভুগর্ভস্থ পানি কিনে আমনের খেতে সেচ দিতে হচ্ছে...
Developed by BDITHOST