নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১২:০৫। ১৯ জুলাই, ২০২৫।

বরেন্দ্র গবেষণা জাদুঘরের ঐতিহ্য সংরক্ষণ প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

জুলাই ১৮, ২০২৫ ৮:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর ও যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপ (Phase II) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় বরেন্দ্র জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ধাপের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর কাজী ড. মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউল্যাবের প্রফেসর শাহনাজ হুসনে জাহান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিন এন্ড্রু কানিংহাম, মি. ড্যানিয়েল হেড ও মি. ডেভিড নক্স।

আগামী ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচির বেশিরভাগ কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি, হাতে-কলমে প্রশিক্ষণের জন্য ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল সেপ্টেম্বরে ও ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকবে, দর্শনার্থী কমিউনিটি সংক্ষিপ্তকরণ, জাদুঘরের সংগ্রহ সমূহের যত্ন ও সংরক্ষণ, তালিকাভুক্তি ও ডিজিটালাইজেশন, বিমূর্ত পুরাকীর্তি ও ঐতিহ্য সংরক্ষণ নীতিমালা, ঝুঁকি ও দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা।

আরও পড়ুনঃ  ইরাকের শপিংমলে অগ্নিকাণ্ডে হতাহত ৫০

এই ধাপের প্রশিক্ষণে ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন,প্রফেসর রবিন এন্ড্রু কানিংহাম, ডা. এমিলি অলডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল, ডা. ক্রিস্টোফার এডওয়ার্ড ডেভিস এবং প্রফেসর শাহনাজ হুসনে জাহান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত চারজন শিক্ষার্থী এই প্রশিক্ষণে ইন্টার্ন হিসেবে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মানিত অতিথিবৃন্দ এবং রাজশাহীর নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরেন্দ্র জাদুঘরের উপ গ্রন্থাগারিক মো. আসলাম রেজা। অনুষ্ঠানের শেষে কর্মচারীবৃন্দ তাদের অনুভূতি প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি টানেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

অনুষ্ঠানের আয়োজনে সহায়তা করে ব্রিটিশ কাউন্সিল, ইউনেস্কো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র গবেষণা জাদুঘর।

প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় দুইজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন, বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান ও উপ গ্রন্থাগারিক মো. আসলাম রেজা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।