নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১:০৫। ১৬ মে, ২০২৫।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৫তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে

মে ১৫, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৫তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ বোর্ড কক্ষে পরিচালনা সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান এর সভাপতিত্বে পরিচালনা বোর্ড সভায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ হাবীবুর রহমান (যুগ্মসচিব) প্রতিনিধি পানি সম্পদ মন্ত্রণালয়, খোরশেদ আলম যুগ্মসচিব (উপকরণ) কৃষি মন্ত্রণালয় ঢাকা, মোহা যোবায়ের হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজশাহী, মো. এস.এম. হাবিবুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক দিনাজপুর, আবুল খায়ের প্রতিনিধি পুলিশ সুপার

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি

রাজশাহী, আ.ন.ম নিয়ামত উল্লাহ্ প্রতিনিধি পুলিশ সুপার দিনাজপুর, বোর্ড সদস্য মো. জাফুরুল্লাহ ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও, বোর্ড সদস্য মো. সাইফুল ইসলাম হিরক রাজশাহী, বোর্ড সদস্য মিসেস বদরুল লাইলি রাজশাহী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা বিএমডিএ, মো. তরিকুল আলম (অতিরিক্ত সচিব) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ৮৫তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।