
অনলাইন ডেস্ক : দেশজুড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নবমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ দিবসটি সাড়ম্বরে পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল– ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধ ও জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই ২০১৭ সাল থেকে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে। সমীক্ষায় দেখা যায়, ২০১৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৭ হাজার ৮৯০টি দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত হয়েছেন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও অনেক। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চালকদের অদক্ষতা, বেপরোয়া গতি এবং...
Developed by BDITHOST