
স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিনব্যাপী সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়ানো, বর্ণাঢ্য র্যালি, কেককাটা, আলোচনা ও স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী মেডিকেল কলেজটি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনন্য। প্রায় ১৫ হাজার ডাক্তার এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছে তারা আজ স্ব স্ব মহিমায় স্বাক্ষর রেখে চলেছেন। সেবার মানের দিক থেকে দেশ সেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ সুনাম রাখতে হবে। তিনি বলেন, চিকিৎসা এমন এটি পেশা যা মানুষকে নতুন...
Developed by BDITHOST